পরিবেশ সুরক্ষায় ‘ন্যাপে’ যুক্ত হচ্ছে স্বাস্থ্যসেবা : সাবের চৌধুরী

ফাইল ছবি

পরিবেশ সুরক্ষায় ‘ন্যাপে’ যুক্ত হচ্ছে স্বাস্থ্যসেবা : সাবের চৌধুরী

শাহানাজ ইয়াসমিন বিশ্বাস

পরিবেশ সুরক্ষায় ন্যাশনাল অ্যাডাপটেশন প্লান- ন্যাপে যুক্ত হচ্ছে স্বাস্থ্যসেবা। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এই পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সচিবালয়ে ক্লাইমেট হেলথের চেয়ারম্যান ও সুইডেনের ফাস্ট সেক্রেটারি ডক্টর ডেনিয়েল নোভাকের সাথে বৈঠকের শুরুতে সাবের হোসেন চৌধুরী এই পরিকল্পনার কথা জানান।

এক্ষেত্রে সুইডেনসহ দাতা সংস্থা গুলো কারিগরি ও গবেষণায় সহায়তা করবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন প্রভাবে স্বাস্থ্যে বড় ধরনের প্রভাব পড়ছে। উপকূলীয় অঞ্চলের মানুষ এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, পরিবেশের ক্ষেত্রে স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ইস্যু এখন সারা পৃথিবীতে। ন্যাপে ১১৩টি ইস্যু আছে এটায় স্বাস্থ্য ইস্যুও যুক্ত করা হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক