ফেসবুকে আজ সকালে কারিগরি ত্রুটি 

ফেসবুক ব্যবহারকারীরা সাময়িক বিড়ম্বনায় পড়েন।

ফেসবুকে আজ সকালে কারিগরি ত্রুটি 

অনলাইন ডেস্ক

আজ মঙ্গলবার ( ১৬ এপ্রিল)  সকালে ৯টা থেকে প্রায় ১১টা পর্যন্ত ফেসবুক  ‘কারিগরি দেখা যায়। । মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে নিজের বা বন্ধুর প্রোফাইলে দেখা যাচ্ছে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’। অনেক ব্যবহারকারী এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তবে, এ নিয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ কিছু জানায়নি।
অনেক ব্যবহারকারী অবিযোগ করেন, ফেসবুক প্রোফাইলে কোন পোস্ট যাচ্ছিল না।  সব পোস্ট কি ফেসবুক মুছে ফেলেছে? কেন মুছে ফেলেছে এরকম দ্বন্ধে আমরা পড়ি।  
এর আগে গেল মার্চে হঠাৎ করেই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে লগইন নিয়ে বিভ্রাট দেখা যায়।
তখন মেসেঞ্জার ব্যবহারেও সমস্যা হয়। দেখা যায়, গত ৫ মার্চ রাত ৯টার পর থেকে ফেসবুকে লগ–ইন করা যাচ্ছিলো না। এমনকি যারা ফেসবুকে লগ–ইন করা অবস্থায় ছিলেন তারাও লগ–আউট হয়ে যান।  
তবে সকাল ১১ টার ফেসবুকে আগের চেহারায় ফিরে আসে। ব্যবহারকারীরা তাদের পোস্টগুলো দেখতে পান এবং বুঝতে পারেন যে এটা ছিল সাময়িক সমস্যা।  
news24bd.tv/ডিডি