গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবাজারের অস্থায়ী দোকানপাট

বঙ্গবাজারে উচ্ছেদ অভিযান।

গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবাজারের অস্থায়ী দোকানপাট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বঙ্গবাজারে বহুতল নতুন ভবন নির্মাণের জন্য দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ঢাদসিক)। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ভেঙে ফেলা হচ্ছে অস্থায়ী দোকান।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিষয়টি দেখভালের দায়িত্ব পালন করেন। এ সময় বেশ কয়েকজন ব্যবসায়ী উপস্থিত হয়ে তাদের কোনো নোটিশ দেয়া হয়নি বলে অভিযোগ করেন ।

এছাড়া আগুনে পোড়ার পর তারা কোনো আর্থিক সহযোগিতা পাননি বলেও জানান। সেখানে দোকান মালিক সমিতির নেতারা আসলে ব্যবসায়ীদের তোপের মুখে তারা সেখান থেকে চলে যান।

মূলত, গত বছরের ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় রাজধানীর সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজার। পুড়ে যাওয়া বঙ্গবাজারকে আধুনিক রূপদান এবং সেখানে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বঙ্গবাজারের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান। ১০ তলা বিশিষ্ট ভবনের গ্রাউন্ড ফ্লোর ও বেজমেন্ট ছাড়াও থাকবে মোট আটটি ফ্লোর।

news24bd.tv/ab