ডেনমার্কে স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন

কোপেনহেগেনের ওল্ড স্টক এক্সচেঞ্জ ভবন

ডেনমার্কে স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন

অনলাইন ডেস্ক

মঙ্গলবার (১৬ এপ্রিল) ডেনমার্কের কোপেনহেগেনের ওল্ড স্টক এক্সচেঞ্জ ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এটি কোপেনহেগেনের প্রাচীনতম ভবন। আগুন লাগা কিছুক্ষণ পরই ভবনটির চূড়া পুড়ে ছাদের ওপর ধসে পড়ে। চূড়াটি দেখতে চারটি ড্রাগনের প্যাচানো লেজের মতো ছিল।

সংস্কারের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডাচ রেনেসাঁ শৈলীর এই ভবনটিতে এখন আর ডেনিশ স্টক এক্সচেঞ্জ নেই। তবে ডেনিশ চেম্বার অব কমার্সের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয় এটি। খবর রয়টার্সের ।

স্থানীয় টিভি চ্যানেলগুলোর লাইভ ভিডিওতে দেখা যায় মানুষ আগুনের হাত থেকে বাঁচার জন্যে ছুটোছুটি করছেন। অনেকের হাতে পেইন্টিং ছিল। কাউকে আইফোন ছুঁড়ে ফেরতে দেখা যায়।  
এক্সে চেম্বার অব কমার্স জানিয়েছে, ‘ভয়াবহ একটা অভিজ্ঞতার স্বাক্ষী হলাম। ’

news24bd.tv/ডিডি
 

এই রকম আরও টপিক