কান চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ভারতের সিনেমা  

কান চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ভারতের সিনেমা  

অনলাইন ডেস্ক

চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব কান চলচ্চিত্র উৎসব। ইতোমধ্যে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। এ বছর ১৫ মে থেকে ২৫ মে পর্যন্ত চলবে কান উৎসব। এবারের উৎসবে ৩০ বছর পর স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা।

আসরে জায়গা করে নেওয়া সিনেমা হলো ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’। এটি পরিচালনা করেছেন পায়েল কাপাডিয়া।

আরও পড়ুন: কানে গেল ‘নোরা’

মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই এগিয়েছে ‘অল উই ইমাজিন আস লাইট’ সিনেমাটির গল্প। তাদের মধ্যে একজন হঠাৎ স্বামীর কাছ থেকে একটা বিশেষ উপহার পায়।

বদলে যেতে থাকে এই নার্সের জীবন।  

এর আগে ১৯৯৪ সালে, সাজি নীলাকান্ত করুণ-এর ‘স্বহম’ এই বিভাগে জায়গা করে নেওয়া শেষ ভারতীয় চলচ্চিত্র।

news24bd.tv/TR