সেমিতে বসুন্ধরা কিংস

সেমিতে বসুন্ধরা কিংস

সেমিতে বসুন্ধরা কিংস

অনলাইন ডেস্ক

ঈদের পর আবার শুরু হয়েছে ঘরোয়া ফুটবল। আজ গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ। বসুন্ধরা কিংস ২-০ গোলে জিতলেও রহমতগঞ্জ দুর্দান্ত লড়াই করেছে।

ঢাকায় বিকেলে এক পশলা বৃষ্টি হলেও মুন্সিগন্জে ছিল প্রচন্ড গরম।

দুই অর্ধেই রেফারি কুলিংব্রেক দিয়েছেন। প্রচন্ড গরমে ২৪ মিনিটে সোহেল রানার চমৎকার গোলে লিড নেয় কিংস। ব্রাজিলিয়ান রবসন রবিনহো বক্সে ঢুকে বুদ্ধিদ্বীপ্ত পাসে অন্য প্রান্তে সোহেল রানাকে পাস বাড়িয়ে দেন। সোহেলের দৃষ্টিনন্দন জোরালো শট রহমতগঞ্জের গোলরক্ষল মামুন আলিফ ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি।

বিরতির আগে রহমতগঞ্জ চেষ্টা করেছে সমতায় ফেরার। ৪২ মিনিটে ঘানার স্যামুয়েল মেনসা কনে ডিফেন্ডার তপু বর্মণকে ছাড়িয়ে বক্সে ঢুকে জোরালো শট নিলেও তা সরাসরি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের হাতে জমা পড়ে। এই ম্যাচে গোলরক্ষক জিকোকে খেলাননি অস্কার।

৬২ মিনিটে কিংস ব্যবধান দ্বিগুণ করে। রবসনের দারুণ এক থ্রু পাস থেকে বক্সে ঢুকে এমফন উদোহ আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে আলতো টোকায় জালে জড়িয়ে দেন। ইনজুরি সময়ে রহমতগঞ্জের স্যামুয়েল কনে বক্সের ভিতরে বল পেয়ে আবার মিস করেন।

ফেডারেশন কাপের পরের কোয়ার্টার ফাইনাল আগামী সপ্তাহের মঙ্গলবার। গোপালগঞ্জ স্টেডিয়ামে শেখ জামালের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। এর পরের সপ্তাহে চতুর্থ ও শেষ কোয়ার্টারে আবাহনী কিংস অ্যারেনায় ফর্টিজের মুখোমুখি হবে৷ 

news24bd.tv/aa