ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে শীর্ষ মাওবাদী নেতাসহ নিহত ২৯

ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে শীর্ষ মাওবাদী নেতাসহ নিহত ২৯

ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে শীর্ষ মাওবাদী নেতাসহ নিহত ২৯

অনলাইন ডেস্ক

ভারতের ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাওবাদী নেতা শঙ্কর রাওসহ ২৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ অফিসার কল্যাণ এলেসেলা। খবর এনডিটিভির।

ঘটনায় সাতটি একে-৪৭ এবং তিনটি এলএমজি বা হালকা মেশিনগানসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত মাওবাদী নেতার মাথার বিনিময়ে ২৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

মাওবাদী, জেলা রিজার্ভ গার্ড এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি যৌথ দলের মধ্যে বন্দুকযুদ্ধে তিন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। আহত তিনজনই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে লড়াই শুরু হয়।

রাজ্যে মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০০৮ সালে ডিআরজি প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) বিদ্রোহ দমন অভিযানের জন্য এলাকায় ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে।

গত মাসে এই জেলায় আরেকটি এনকাউন্টার হয়েছিল। সেসময় একজন মাওবাদী এবং একজন পুলিশ নিহত হয়।
news24bd.tv/aa