বেসরকারি পর্যায়ের হজ যাত্রীদের জন্য এখনো বাড়ি ভাড়া হয়নি: হাব

শাহাদাত হোসাইন

বেসরকারি পর্যায়ের হজ যাত্রীদের জন্য এখনো বাড়ি ভাড়া হয়নি: হাব

অনলাইন ডেস্ক

হজ এজেন্সির মালিকদের সংগঠন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানিয়েছেন, হজ যাত্রার এক মাসের কম সময় থাকলেও বেসরকারি পর্যায়ের যাত্রীদের জন্য এখনো বাড়ি ভাড়া হয়নি। এ জন্য ধর্ম মন্ত্রণালয়কে দায়ী করেন তিনি। তিনি বলেন, বাড়ি ভাড়ার জন্য এখনো এজেন্সি কর্তৃপক্ষের ভিসার ব্যবস্থা করেনি ধর্ম মন্ত্রণালয়।  

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তাঁর দাবি, ধর্ম সচিবের উদাসীনতায় বড় ধরনের সংকটের মুখে এবারের হজ ব্যবস্থাপনা। এজেন্সি মালিকরা ভিসা না পাওয়াতে এখনো বেশিরভাগ যাত্রীর বাড়ি ভাড়ার টাকার ছাড়পত্র মেলেনি।  

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অপেশাদারি আচরণে ক্ষোভ জানিয়ে হাব সভাপতি বলেন, তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে এসে এ বছরের হজ ব্যবস্থাপনায় নানা অসংগতি তৈরি করছে। অথচ এ বিষয়ে ধর্ম সচিব নির্বিকার।

 

শাহাদাত হোসাইন জানান, মন্ত্রণালয়ের খাম-খেয়ালিতে ২৮ হাজার হজ যাত্রীর এ বছরের মুজদালিফা যাওয়া অনিশ্চিত। অপ্রয়োজনে দেশের বৈদেশিক মুদ্রা খরচ করে ধর্ম মন্ত্রণালয় এ বছরও হজ সহায়তাকারী নামে তাদের চালক, গৃহকর্মী ও তৃতীয়- চতুর্থ শ্রেণির কর্মচারীদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
news24bd.tv/আইএএম