বাগেরহাট-চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা আজ

সংগৃহীত ছবি

বাগেরহাট-চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা আজ

নিজস্ব প্রতিবেদক

বৃষ্টি হলেও দেশের তাপমাত্রা ৪১ ডিগ্রি পর্যন্ত হবে। চলমান তাপপ্রবাহ থাকবে আরও কয়েক সপ্তাহ৷ এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গা শুষ্ক থাকবে৷ পাশাপাশি চলমান তাপপ্রবাহ বিদ্দমান থাকবে।

আগামীকাল তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও পরদিন থেকেই আবার তাপমাত্রা বাড়বে। যা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে৷ হালকা বৃষ্টিতেও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা কমবে না বলেও জানান তিনি।

আবহাওয়াবিদ বলেন, আজ চুয়াডাঙ্গা ও বাগেরহাট সর্বোচ্চ তাপপ্রবাহ থাকবে। এ ছাড়া রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

news24bd.tv/FA