গাজীপুরে বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলী নিহত, আহত ৬

গাজীপুরে বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলী নিহত, আহত ৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকায় চীনা মালিকানাধীণ একটি ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এক চীনা প্রকৌশলী নিহত এবং কারখানার আরও ৬ শ্রমিক আহত হয়েছেন।  

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দুর্ঘটনা ঘটে। স্থানীয় পলাশ হাউজিং এলাকায় স্থাপিত চায়না মালিকানাধীণ কারখানাটির নাম হলো ’টং রুই দ্যা ইন্ডাস্ট্রি’।
নিহতের নাম পিউ জুকি তার বয়স ৫২ বছর।

আহতদের মধ্যে অমল ঘোষ (৩২) নামের এক শ্রমিকের নাম জানা গেছে। আহতদের মধ্যে একজনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্যদের গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।

কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই প্রকৌশলী বয়লার মেরামত করছিলেন।

এক পর্যায়ে রাত সাড়ে ৭টার দিকে বয়লারটির বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কারখানার শ্রমিক অমল ঘোষকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং অন্যদের গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন আরও জানান, কারখানাটি ঈদের ছুটির পর মঙ্গলবার কারখানাটি চালু করতে গিয়ে বয়লার মেশিনটি সচল করতে যান চায়না প্রকৌশলী। কিন্তু বয়লারটি চালু হচ্ছিল না। এসময় ওই প্রকৌশলী মেরামত করতে বয়লার মেশিনের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-আরেফিন জানান, বিস্ফোরণের পর কারখানায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। খবর পেয়ে কাশিমপুরের সারাবো ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে বয়লারটির বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক