উন্নত দেশগুলোর কারণে তাপমাত্রা বাড়তে পারে ২.৬ ডিগ্রি

উন্নত দেশগুলোর কারণে তাপমাত্রা বাড়তে পারে ২.৬ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, কার্বন নিঃসরণ না কমালে বৈশ্বিক তাপমাত্রা কমানো সম্ভব হবে না।

তিনি বলেন, উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুত মাত্রায় কার্বন নিঃসরণ না কমালে তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা সম্ভব হবে না।

বুধবার (১৭ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী আরও বলেন, ২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ প্রতিশ্রুত পর্যায়ে না হলে তাপমাত্রা বৃদ্ধি ২.৫-২.৬ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

news24bd.tv/FA