ভোটের নামে ধাপ্পাবাজি হচ্ছে এই উপজেলা নির্বাচন : আমীর খসরু

ফাইল ছবি

ভোটের নামে ধাপ্পাবাজি হচ্ছে এই উপজেলা নির্বাচন : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইন বাতিল না করে নৌকা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস নেই বলেই উপজেলায় ভোট যায়নি সরকার।

তিনি বলেন, জনগণ নৌকা বয়কট করায় সরকার বিভ্রান্তি সৃষ্টি করে তাদের কেন্দ্রে নিতে চায়। উপজেলা পরিষদ নির্বাচন একটা ভাঁওতাবাজির ভোট। সরকারের সুবিধাভোগীরাই জনগণকে ভোটে অংশ নিতে নানা কথা বলছে।

বুধবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, দেশের মানুষকে ভোটের নামে ধাপ্পাবাজি করতে উপজেলা পরিষদের আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারির আগে টাকা দিয়ে, ভয় দেখিয়ে বিরোধী জোট ও দল ভাঙার চেষ্টা করছে সরকার। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমাদের ঐক্য অটুট আছে।

আওয়ামী লীগ রাজনৈতিক পরাজিত হয়েছে আর বিএনপি নৈতিকভাবে জয়ী হয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক