টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যুব‌কের মর‌দেহ উদ্ধার

টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যুব‌কের মর‌দেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: 

টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছাদে থাকা একযাত্রীর মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। রেললাইনের কোন এক জায়গায় গা‌ছের সা‌থে ধাক্কা লে‌গে ওই হা‌নি‌ফ (৩০) না‌মের ওই যুব‌কের মৃত্যু হ‌য়ে‌ছে ব‌লে ধারণা কর‌ছে রেলও‌য়ে পু‌লিশ।  

নিহত হানিফ জয়পুরহাট জেলার আমতলী উপ‌জেলার আমতলী গ্রামের আ. হান্নানের ছেলে।  বুধবার (১৭ এপ্রিল) টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা মর‌দেহটি উদ্ধার করে।

 

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশ‌ন মাস্টার মো. শাহীন জানান, ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে আসার পর ট্রেনের ছা‌দের উপর ওই যুব‌কের মর‌দেহ পাওয়া যায়। প‌রে সেখান‌ থেকে ওই ট্রেনেই মর‌দেহ‌টি টাঙ্গাইল স্টেশনে পা‌ঠি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে।  

ঘারিন্দা রেল স্টেশন ফাঁড়ির ইনচার্জ (এসআই) আকবর জানান, পঞ্চগড় থেকে ছে‌ড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে হানিফ মিয়া। পথিমধ্যে কোথায় কিভাবে গাছের সাথে ধাক্কা লেগেছে তা কেউ বলতে পারেনি।

ট্রেনটি টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে এসে পৌঁছালে মর‌দেহটি দেখার পর উদ্ধার করা হয়। মর‌দেহ‌টি রেল পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের লেকজনকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মর‌দেহ হস্তান্তর করা হবে।  

news24bd.tv/কেআই