কুয়েতে উদযাপন হলো পহেলা বৈশাখ

পহেলা বৈশাখ উদযাপন করেছে কুয়েত প্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন।

কুয়েতে উদযাপন হলো পহেলা বৈশাখ

অনলাইন ডেস্ক

পহেলা বৈশাখ উদযাপন করেছে কুয়েত প্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন। রোববার কুয়েতের খাইরান অঞ্চলের এক রিসোর্টে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।  

নানা স্বাদের নানা রকমের পিঠা-পায়েসে পান্তা, ইলিশ ও রকমারি ভর্তায় আপ্যায়ন চলে দিনভর। ছিল নারী ও শিশুদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নানা খেলাধুলা।

এবার ঈদুল ফিতরের পরপরই পহেলা বৈশাখ উদযাপিত হলো। আয়োজকরা দুই উৎসব একসঙ্গে উদযাপন করতে পেরে আনন্দিত। তারা বলেন, পহেলা বৈশাখ উদযাপন করা মানে শুধু উৎসবে মেতে ওঠা নয়, বাঙালির বর্ষবরণ সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দেওয়াও এর উদ্দেশ্য।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক