গাজীপুরে ১৮৩ ঘর পুড়ে ছাই 

১৮৩ ঘর পুড়ে ভস্মীভূত

গাজীপুরে ১৮৩ ঘর পুড়ে ছাই 

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় আগুনে টিনশেডের ১৮৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ।

তিনি জানান, ভোরে সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় আনোয়ারা বেগমের টিনশেডের বাসা বাড়িতে আগুন লাগে।

এতে আলী হোসেন, আমজাদ হোসেন, রাহেলা বেগম, রহিমা ও ফাতেমা বেগমের টিনশেড বাসা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইপিজেডের তিনটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটিসহ মোট পাঁচটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই বাসা বাড়ি ও আসবাবপত্র পুড়ে ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্টেশন অফিসার মো. আব্দুল হামিদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর