জামিনে মুক্ত হয়ে মেয়েকে জড়িয়ে অঝোরে কাঁদলেন সেই খালেদা

গৃহবধূ খালেদা পারভীন জামিনে মুক্ত হয়েছেন।

জামিনে মুক্ত হয়ে মেয়েকে জড়িয়ে অঝোরে কাঁদলেন সেই খালেদা

অনলাইন ডেস্ক

ঋণের দায়ে ঈদের আগের দিন তিন বছরের শিশুসন্তানকে রেখে জেলহাজতে যাওয়া সিরাজগঞ্জের দরিদ্র গৃহবধূ খালেদা পারভীন জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে আদালত তাঁকে জামিন দিলে বিকেলে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হন।

মুক্তি পেয়েই তিন বছরের মেয়ে ফাতেমাকে বুকে জড়িয়ে ধরেন খালেদা। এ সময় খালেদা পারভীন বলেন, ‘পবিত্র ঈদের দিন মেয়েকে ছাড়া জেলখানায় কেটেছে।

কেমন লেগেছে তা ভাষায় বোঝাতে পারব না। বিষয়টি শুধু আমি উপলব্ধি করেছি। ’

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দের আমলি আদালত থেকে জামিনে মুক্তি পান খালেদা।

এর আগে গত ১০ এপ্রিল ঋণের টাকা পরিশোধ করতে না পারায় এনজিওর করা মামলায় খালেদাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

তবে গ্রেপ্তারের সময় উল্লাপাড়া মডেল থানা চত্বরে ৩ বছরের শিশু কন্যা ফাতেমাকে রেখে পুলিশ ভ্যানে ওঠার মুহূর্তে মা-মেয়ের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। যা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনটি প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছোট শিশুর কান্নাজড়িত মুখ হৃদয়ে দাগ কাটে সবার।

প্রতিবেদনটি প্রকাশের পর ওই দিন রাতেই বিষয়টি চট্টগ্রামের প্রতিষ্ঠিত বহুজাতিক এক শিল্প প্রতিষ্ঠানের মালিকের নজরে আসে। চট্টগ্রামের ওই শিল্প প্রতিষ্ঠান কারাগারে বন্দি খালেদা ঋণ পরিশোধসহ আইনি সহায়তার হাত বাড়িয়ে দেন। আমেরিকাপ্রবাসী এক ব্যক্তি একটি সংস্থার মাধ্যমে ওই পরিবারকে অটোভ্যানগাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

খালেদার স্বামী দিনমজুর ইব্রাহিম বলেন, ‘স্বামী-স্ত্রী ও চার মেয়ে মিলে আমাদের ছয় সদস্যের সংসার। দুই মেয়ের বিয়ে হয়েছে। দুই মেয়ের বিয়ে দেওয়ার সময় ঋণগ্রস্ত হয়ে পড়েছি। ’ ঋণের টাকার জন্য স্ত্রী জেলে যাওয়ার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেকে পাশে দাঁড়ানোয় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

news24bd.tv/DHL