জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদের বিষয়ে নিরাপত্তা পরিষদে ভোটগ্রহণের সিদ্ধান্ত

সংগৃহীত ছবি

জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদের বিষয়ে নিরাপত্তা পরিষদে ভোটগ্রহণের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্নাঙ্গ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে শুক্রবার (১৯ এপ্রিল) নিরাপত্তা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ভোটাভুটির সময় ভেটো ক্ষমতা প্রয়োগ করবে, কারণ তা নাহলে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে শুক্রবার বিকেল ৩টায় একটি খসড়া প্রস্তাবনার ওপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রস্তাবনায় ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদকে আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবনাটিকে গৃহীত হতে হলে এর পক্ষে নয়টি ভোট লাগবে এবং স্থায়ী পাঁচ সদস্যের কেউই এতে ভেটো দিতে পারবে না। কূটনীতিবিদদের মতে, প্রস্তাবনাটির পক্ষে ১৩টি ভোট পড়বে, যা যুক্তরাষ্ট্রকে ভেটো প্রয়োগে বাধ্য করবে।

news24bd.tv/ab