ফিলিস্তিনের জন্য ২.৮ বিলিয়ন ডলার চাইলো জাতিসংঘ

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের জন্য ২.৮ বিলিয়ন ডলার চাইলো জাতিসংঘ

অনলাইন ডেস্ক

এ বছরের শেষ পর্যন্ত গাজা ও পশ্চিম তীরের ৩০ লাখ মানুষের সহায়তার জন্য ২ দশমিক ৮ বিলিয়ন ডলার সাহায্য চেয়েছে জাতিসংঘ। সাহায্যের ৭৮২ মিলিয়ন ডলার ফিলিস্তিনিদের খাদ্য সহায়তার কাজে ব্যয় করা হবে। খবর রয়টার্সের।

গত ছয় মাস ধরে চলমান যুদ্ধের ফলে ফিলিস্তিনে তীব্র খাদ্য সংকট সৃষ্টি হয়েছে, যা যেকোনো সময় দূর্ভিক্ষে রূপ নিতে পারে।

জাতিসংঘের দাতা সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার (১৬ এপ্রিল) জানান, গাজায় দূর্ভিক্ষ রোধে জাতিসংঘকে অনেক কষ্ট করতে হচ্ছে। ইসরায়েলের সাথে সহযোগিতা বৃদ্ধি পেলেও গাজায় ত্রাণ প্রবেশের ক্ষেত্রে এখনও বাধার সম্মুখীন হতে হচ্ছে।

গাজার সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূল করতে উঠে-পড়ে লেগেছে ইসরায়েল। গত ছয় মাসে প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক