এবার ভারতের নয়াদিল্লি দাবি করেছে ভারতের বিমানঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শনিবার (১০ মে) এক ব্রিফিংয়ে এ কথা বলেন ভারত সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি। কর্নেল সোফিয়া কুরেশি দাবি করেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলোর দিকে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে সীমান্ত অঞ্চলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এসময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, উত্তেজনা সৃষ্টি এবং সংঘাতের জন্য সম্পূর্ণ দায়ী পাকিস্তান। ভারতের প্রতিক্রিয়া ছিল প্রতিরক্ষামূলক ও দায়িত্বশীল। তিনি আরও বলেন, আমি আগেও বহুবার বলেছি উসকানি ও উত্তেজনা সৃষ্টির মূল উৎস পাকিস্তানের পদক্ষেপগুলো। ভারত শুধু প্রতিরক্ষা করেছে এবং সেই উসকানির জবাবে সংযত ও দায়িত্বশীল প্রতিক্রিয়া দেখিয়েছে।...
এবার নয়াদিল্লির দাবি ভারতের বিমানঘাঁটিতে উচ্চগতির ক্ষেপণাস্ত্র হামলা করেছে পাকিস্তান
অনলাইন ডেস্ক

আমরা থামার অবস্থায় নেই, ৩ দেশকে যে বার্তা দিলো পাকিস্তান
অনলাইন ডেস্ক

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। ক্রমেই এই পাল্টা হামলা জুড়ালো করছে ইসলামাবাদ। ভারত দাবি করেছে, তাদের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে নিয়েছে পাকিস্তান এবং হামলাও করেছে। পাকিস্তান বেশ কয়েকটি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার কথা স্বীকারও করেছে। ফলে দেশ দুটি চূড়ান্ত যুদ্ধের দিকেই যাচ্ছে। এমন অবস্থায় পাকিস্তানকে থেমে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইরান ও সৌদি আরব। তবে পাকিস্তান তিন দেশের আহ্বান প্রত্যাখ্যান করেছে। বলেছে, আমরা এই হামলার মুখে নীরব থাকতে পারি না এবং আমরা থামার অবস্থায় নেই। এদিকে অপারেশন সিঁদুরের যথাযথ প্রতিক্রিয়া হিসেবে বুনিয়ান-উন-মারসুস নামে অপারেশন শুরু করে পাকিস্তান। এর অংশ হিসেবে ভারতের বিভিন্ন এলাকায় ড্রোন পাঠিয়েছে দেশটি। আরও পড়ুন ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ...
‘অদৃশ্য যুদ্ধক্ষেত্র’ বেলুচিস্তানে কী ঘটছে?
অনলাইন ডেস্ক

পাকিস্তানের দীর্ঘস্থায়ী ও নীরব সংকটবেলুচিস্তান। নির্বিচার ধরপাকড়, গুম, বিচারবহির্ভূত হত্যা ও অর্থনৈতিক শোষণের নির্মম বাস্তবতার মধ্যে প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে সেখানকার মানুষ। ভারত-পাকিস্তান উত্তেজনার ছায়ায় অদৃশ্য যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে বেলুচিস্তান। ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে এই অঞ্চলের মানুষের লড়াইয়ের সঙ্গে বাংলাদেশের ইতিহাসও জড়িত। ভৌগোলিক দিক থেকে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান, যা দেশের মোট ভূমির ৪৪ শতাংশজুড়ে বিস্তৃত। তবে এখানকার জনসংখ্যা অপেক্ষাকৃত কম, যার বড় একটি অংশ বেলুচ জাতিগোষ্ঠী। ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতা অর্জনের সময়, বেলুচিস্তানের খান (খান অব কালাত) বেলুচকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন এবং তার আন্তর্জাতিক স্বীকৃতির চেষ্টা চালান। কিন্তু ১৯৪৮ সালে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সরকার...
তবে কী পরমাণু শক্তিধর দুই দেশ পূর্ণাঙ্গ যুদ্ধের পথে!
অনলাইন ডেস্ক

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের প্রাণঘাতী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ওই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দুই দেশ একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন, কূটনৈতিক প্রচার এবং তথ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে। গত তিন দিনে দুই পক্ষই একাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে। এমনকি ভারতে তিনটি পাকিস্তানি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগও উঠেছে। যদিও দুই দেশ এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি, বিশ্লেষকেরা বলছেনএটি কার্যত এক ধরনের যুদ্ধাবস্থা। এমন পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ইস্যুতে সংবাদ মাধ্যম আল-জাজিরান সঙ্গে কথা বলেছেন, দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তিনি বলেন, এটা স্পষ্ট যে দুই দেশ কার্যত যুদ্ধের মধ্যে রয়েছে। সামাজিক মাধ্যমে ভুল তথ্য এবং...