ফের কানে ডাক পেলেন ঢাকার সাদিয়া খালিদ

ফের কানে ডাক পেলেন ঢাকার সাদিয়া খালিদ

অনলাইন ডেস্ক

মর্যাদাপূর্ণ ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালনের ডাক পেলেন বাংলাদেশের মেয়ে সাদিয়া খালিদ ঋতি। তিনি একাধারে সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকারও। এবারের কান উৎসবে ফিপ্রেসকি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস) জুরি হিসেবে আমন্ত্রিত হয়েছেন ঋতি।

এর আগে ২০১৯ সালেও তিনি কান উৎসবে জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সাদিয়া খালিদ ঋতি বলেন, ‘কান ফিল্ম ফেস্টিভালের মতো আসরে আবারও জুরি হতে পেরে অনেক আনন্দিত। এরকম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে উপস্থিত থেকে আমাদের দৃষ্টিকোন এর প্রতিনিদ্ধিত্ব করা খুব জরুরি। আমাদের চলচ্চিত্র আর আমাদের সমালোচকরা দেশের গণ্ডি পেরিয়ে গেলেই আমরা আন্তজার্তিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে পৌঁছতে পারবো। ’

আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ভারতের সিনেমা  

জানা যায়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস থেকে চিত্রনাট্যে পড়াশোনা শেষ করে ঋতি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের জুরির দায়িত্ব পালন করেছেন।

দেশগুলোর মধ্যে রয়েছে ইতালি, ভারত, ইংল্যান্ড, নেপাল, ফ্রান্স, রাশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশে।

আরও পড়ুন: কানে গেল ‘নোরা’

কানে রাধিকা আপ্তের ‘সিস্টার মিডনাইট’

তিনি বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ফিপ্রেসকি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস) জুরি হিসেবেও কাজ করেছেন দক্ষতার সঙ্গে।

news24bd.tv/TR