মিঠুন চক্রবর্তী ছেলেকে বাঁচাতে বিজেপিতে গিয়েছে : মমতা

মিঠুন চক্রবর্ত্তী ও মমতা বন্দ্যোপাধ্যায়

মিঠুন চক্রবর্তী ছেলেকে বাঁচাতে বিজেপিতে গিয়েছে : মমতা

অনলাইন ডেস্ক

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় আজ বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্ত্তীকে ‘ভীতু’ ‘গাদ্দার’ এসব উপমা দিয়ে বলেছেন, ছেলেকে বাঁচাতে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এদিন তৃণমুলের রায়গঞ্জের প্রচার সভায় একথা বলেন তিনি।  
মমতা আরও বলেন, ''ওঁকে রাজ্যসভার সাংসদ করেছিলাম। কিন্তু আমি জানতাম না ও আরও একজন আপোসকামী।

 সেও আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল। '' মিঠুনের নাম না নিয়ে মমতা আরও বলেন, ''যাদের কোনও আদর্শ নেই, জীবনযুদ্ধে যারা লড়তে ভয় পায়, তাঁদের আমি মানুষ বলে মনে করি না। '' সূত্র দ্য ওয়াল ও ইন্ডিয়ান এক্সপ্রেস।  
রামনবমীর মিছিলে বোমা মারা এবং ইট ছোঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
বিজেপি দাবি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের জন্যই এই ঘটনা। তবে রায়গঞ্জের সভা থেকে মমতা পাল্টা অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধেই। তাঁর দাবি, যে ঘটনা ঘটেছে তা বিজেপি করিয়েছে তা তিনি চ্যালেঞ্জ করে বলতে পারেন।  

 news24bd.tv/ডিডি