মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে বলে জানিয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগ তুলেছে সংস্থাটি। প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, কয়েক মাস ধরে বিভিন্ন ঘটনা ও ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণের ভিত্তিতে তারা এমন উপসংহারে পৌঁছেছে। বিশ্লেষণে দেখা গেছে, গণহত্যার অপরাধ জন্য প্রয়োজনীয় আইনগত মানদণ্ড পূরণ হয়েছে। অ্যামনেস্টি বলছে, ১৯৪৮ জেনোসাইড কনভেনশনে নিষিদ্ধ পাঁচটি অপরাধের অন্তত তিনটি অপরাধ সংঘটিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এর মধ্যে রয়েছে, বেসামরিক নাগরিকদের নির্বিচার হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতিসাধনের মতো অপরাধ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ফিলিস্তিনিরা নিচু স্তরের...
গাজায় ইসরায়েলি গণহত্যা চলছে: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
অনলাইন ডেস্ক
বাংলাদেশের পতাকা অবমাননা: পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ৩
অনলাইন ডেস্ক
বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যটির উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস। গ্রেপ্তাররা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্য। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে ছিল হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বেশ কয়েকজন সদস্য। এসময় পতাকা অবমাননার অভিযোগে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার তিনজনের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায় বলে জানা গেছে। তারা যে বজরং দলেরই সদস্য, তা স্বীকার করেছেন সংগঠনের নেতা বাপন...
দক্ষিণ চীনে রেলওয়ে নির্মাণস্থলে ধস, নিখোঁজ ১৩
অনলাইন ডেস্ক
দক্ষিণ চীনের শহর শেনজেনে একটি প্রধান রেলপথের নির্মাণস্থলে একটি গুহা ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৩ জন নিখোঁজ হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বুধবার রাত ১১টার দিকে (১৫০০ জিএমটি) শেনজেন-জিয়াংমেন রেলওয়ে নির্মাণস্থলে একটি অংশের নিচের মাটি হঠাৎ ভেঙে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নিখোঁজদের জন্য অনুসন্ধান চলছিল এবং ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, কর্তৃপক্ষ আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। শেনজেন শহরের কর্মকর্তাদেরদের মতে, উদ্ধার প্রচেষ্টার জন্য বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলের কাছাকাছি প্রধান এক্সপ্রেসওয়েগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।...
ইরানে ৫.৭ মাত্রার ভূমিকম্প
অনলাইন ডেস্ক
পশ্চিম ইরানে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ইরানের খুজেস্তান প্রদেশের মাসজেদ সোলেমান থেকে প্রায় ৩৬ কিলোমিটার (২২ মাইল) দক্ষিণ-পশ্চিমে ছিল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীর বিস্তৃত ছিল। এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, চলতি বছরের জুনেও ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্প হয়। এতে ওই সময় চার ব্যক্তি নিহত এবং অন্তত ১২০ জন আহত হয়। news24bd.tv/এসএম
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর