বিশ্বের সেরা দশ বিমানবন্দরের নাম ঘোষণা

বিশ্বের সেরা কাতারের হামাদ বিমানবন্দর

বিশ্বের সেরা দশ বিমানবন্দরের নাম ঘোষণা

অনলাইন ডেস্ক

বিশ্বের সেরা বিমানবন্দরের মধ্যে এখন স্থান করেছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের অবস্থান এখন দ্বিতীয়। দক্ষিণ কোরিয়ার সিউল ইনচিউন রয়েছে তৃতীয় অবস্থানে। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে টোকিওর হানেদা ও নারিতা বিমানবন্দর।

ইস্তাম্বুল রয়েছে ষষ্ঠ স্থানে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান এবার সপ্তম।  
চলতি বছরের স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসের তালিকা অনুসারে এসব তথ্য জানা গেছে। তথ্যসূত্র, সিএনএন।
 
ইউরোপের অবস্থান যথারীতি আগের মতোই শক্তিশালী। প্যারিসের চার্লস ডি গল, মিউনিখ, জুরিখ ও হিথরো শীর্ষ দশের মধ্যে রয়েছে।
স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস যাত্রীদের সন্তোষের ওপর ভিত্তি করে জরিপ চালিয়ে তালিকা তৈরি করে থাকে।
যুক্তরাষ্ট্রের কোনো বিমানবন্দর তালিকার শীর্ষ অবস্থানে উঠে আসতে পারেনি।  

news24bd.tv/ডিডি
 

সম্পর্কিত খবর