খরতাপে পুড়ছে চুয়াডাঙ্গার মানুষ

তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে চুয়াডাঙ্গায়

খরতাপে পুড়ছে চুয়াডাঙ্গার মানুষ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ঘরের বাইরে খরতাপ। ঘরে ভ্যাপসা গরম। ঘন ঘন পানি পানেও মিটছে না পিপাসা। এ অবস্থার মধ্যে রয়েছে চুয়াডাঙ্গাবাসী।

গত তিনদিন একটানা তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে চুয়াডাঙ্গার উপর দিয়ে।  

আজ বৃহস্পতিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্র জানায়, মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার রেকর্ড হয় ৪০ দশমিক ৮।

এ অবস্থায় নাকাল হয়ে পড়েছে চুয়াডাঙ্গাবাসী। অসহনীয় এ দাবদাহে নাজেহাল জেলার খেটে খাওয়া মানুষেরা।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, সহসায় তাপপ্রবাহ থেকে মুক্তি মিলছে না চুয়াডাঙ্গাবাসীর। তাপমাত্রার পারদ নিচে নামা কিংবা বৃষ্টির কোনও সুখবর এখনই মিলছে না এ জেলায়। আরও কয়েক দিন একই ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এ অঞ্চলে।

news24bd.tv/কেআই