চুয়াডাঙ্গায় অপহৃত সিরাজগঞ্জে উদ্ধার

র‌্যাবের হাতে গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি

চুয়াডাঙ্গায় অপহৃত সিরাজগঞ্জে উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

চুয়াডাঙ্গা থেকে অপহৃত হওয়া সাত বছর বয়সি শামীম নামে এক শিশুকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী আল-আমিনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন।

উদ্ধার হওয়া শিশু তামিম হোসেন চুয়াডাঙ্গা সদরের হানুরবাড়াদি গ্রামের সুন্নত আলীর ছেলে।

গ্রেপ্তার আল-আমিন (২৯) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মেষতলী বাজারের আব্দুল কাদেরের ছেলে।

অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ বলেন, দুই মাস আগে তামিমের বাবা সুন্নত আলীর সঙ্গে আল-আমিনের বন্ধুত্ব সর্ম্পক গড়ে ওঠে। এ অবস্থায় বুধবার বিকেলে আল-আমিন শিশু তামিমকে বাড়ির পাশ থেকে কৌশলে অপহরণ করেন। এরপর তামিমের বাবা বাদী হয়ে বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।

মামলা দায়েরের পরই র‌্যাব-১২ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অভিযান নামে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার চন্দনগাঁতি দক্ষিণপাড়া থেকে অপহৃত শিশু তামিমকে উদ্ধার করে এবং একই সাথে অপহণকারী আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে স্বজনদে কাছে এবং গ্রেপ্তার আল-আমিনকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক