বারবার দুর্ঘটনা এড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে: আমু 

আমির হোসেন আমু

বারবার দুর্ঘটনা এড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে: আমু 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির গাবখান টোলপ্লাজা এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে আমির হোসেন আমু ঢাকা থেকে সড়ক পথে ঝালকাঠি এসে সরাসরি গাবখান টোলপ্লাজা সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।  

এ সময় সাংবাদিকদের আমু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। নিহতদের প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে।

এ ধরনের দুর্ঘটনা যাতে বারবার না ঘটে এ জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

এ সময় পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সদর হাসপাতাল পরিদর্শন করে আহতদের খোঁজখবর নেন আমির হোসেন আমু।  

এদিকে গতকাল বুধবার গ্রেপ্তারকৃত ট্রাকের ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে মামলা হয়েছে।

বৃহস্পতিবার আদালত তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক