সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলাকারী যেই হোক ছাড় পাবে না: পলক 

হাসপাতালে আহত নেতার সঙ্গে দেখা করেন জুনাইদ আহমেদ পলক

সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলাকারী যেই হোক ছাড় পাবে না: পলক 

নিজস্ব প্রতিবেদক

নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারপিটের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘হামলাকারী যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে, এখানে মন্ত্রীর আত্মীয় স্বজন বলে কেউ ছাড় পাবে না। দেলোয়ারের ওপর হামলার ঘটনায় মামলার তদন্তে প্রতিমন্ত্রী নিজে বা অন্য কেউ প্রভাব খাটাবে না বলেও তিনি জানান।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দেলোয়ার হোসেনকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান। এ সময় তিনি দেলোয়ারের চিকিৎসার খোঁজখবর নেন। এছাড়া আহতের পরিবারের সদস্যের সাথে দেখা করেন।  

জানা যায়, হামলায় অভিযুক্ত লুৎফুল হাবীব রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান।

তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক বলে স্থানীয়রা জানান।
news24bd.tv/আইএএম