চাল-তেল-পেঁয়াজ-আলুর দাম বেড়েছে

চাল, তেল, পেঁয়াজ, আলু

চাল-তেল-পেঁয়াজ-আলুর দাম বেড়েছে

অনলাইন ডেস্ক

কিছুতেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। চাল, তেল, পেঁয়াজ, আলুসহ বেড়েছে বেশকিছু পণ্যের দাম।  চালের বস্তায় ধানের জাতের নাম লিখতে সরকারের নির্দেশনা থাকলেও সেটি কার্যকর হয়নি। আর এখনো ঊর্ধ্বমুখী মাছ-মুরগির বাজার।

খুঁচরা বাজারে আবারও বেড়েছে চালের দাম। সব ধরনের চাল কেজিতে বেড়েছে ২-৪ টাকা। বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়। আর বোতলজাত সয়াবিনের দাম বাড়ানো হলেও বাজারে আগের পণ্য থাকায় এখনো বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৬৩ টাকায়।

রমজানে নিম্নমুখী থাকলেও ঈদের পর বেড়েছে পেঁয়াজের দাম। এছাড়া আলুর দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। স্বস্তি নেই সবজির বাজারেও।  

সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ২০-৩০ টাকা। পাঙ্গাস আর তেলাপিয়া প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকা দরে। বিক্রেতারা ব্রয়লার মুরগির দাম কমার দাবি করলেও কেজিতে ২২০-২৩০ টাকা গুনতে হচ্ছে ভোক্তাদের।

ভোক্তারা বলছেন, এখনো নাগালের বাইরে নিত্যপণ্যের বাজার। বাজারে স্বস্তি ফেরাতে সরকারের তদারকি বৃদ্ধির তাগিদ দিয়েছেন ভোক্তারা।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক