সুলতান মেলায় আর্টক্যাম্প

সুলতান মেলায় আর্টক্যাম্প

খায়রুল আরেফিন রানা, নড়াইল

নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলার পঞ্চম দিন ১৯ এপ্রিল (শুক্রবার) আর্টক্যাম্পের আয়োজন করা হয়। কালজয়ী চিত্রকর এসএম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সুলতান মেলাকে নান্দনিক করে তুলতে দেশের প্রথিতযশা শিল্পীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় এ আর্ট।

শহরের মাছিমদিয়া এলাকায় শিল্পী এসএম সুলতানের বাগানবাড়িতে এ আর্টক্যাম্পের আয়োজন করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর উদ্বোধন করেন।

এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী উপলক্ষে আলোচনায় বক্তারা শিল্পী সুলতানের চিত্র কর্মনিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, শিল্পী সুলতানের চেতনায় সমুন্নত স্থুল পেশিবহুল মানুষ বাঙ্গালী জাতীর অমিত শক্তি সম্ভাবনারই বহিঃপ্রকাশ। দিনব্যাপী আর্টক্যাম্পে স্থানীয় ও জাতীয় পর্যায়ের খ্যাতিমান ৩৫জন গুণী শিল্পী ছবি আঁকায় অংশ নেন। এ সময় তারা রংতুলির বর্নীল আঁচড়ে নিজ নিজ ক্যানভাস রাঙ্গিয়ে তোলেন, তাদের চিত্রকলার নান্দনিক নানা উপজীব্যের মধ্যে ছিল নানা আঙ্গিকে এস এম সুলতান, দৈনন্দিন কৃষি, নারী জীবন, প্রকৃতি, লোকজকর্ম, মূর্ত ও বিমূর্ত ইত্যাদি।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক