ফখরুলের মন্তব্যের জবাবে কাদের বললেন, ‘বিএনপি মহাবিপদে’

ফখরুলের মন্তব্যের জবাবে কাদের বললেন, ‘বিএনপি মহাবিপদে’

অনলাইন ডেস্ক

বিএনপিকে বিদেশে অর্থপাচার ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকে যারা বাংলাদেশ নিয়ে বেশি কথা বলে, যারা আন্দোলনে ব্যর্থ নির্বাচন ঠেকাতে ব্যর্থ, তারাই সরকারের সমালোচনা করে। এরাই এখন সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলে। ’

শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় এ  দাবি করেন তিনি। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি বিপদে আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশ বিপদে আছে। মহাবিপদে তো আছে বিএনপি। তাদের নেতা বিদেশে, আপর দেশের কর্মীরা হতাশ। ’

বিএনপি পথ হারা পথিকের মতো দিশেহারা উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

‘এ দলের ভবিষ্যৎ আছে বলে কর্মীরাও বিশ্বাস করে না। কারণ, এরা অর্থপাচার ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক’, মন্তব্য করেন ওবায়দুল কাদের।

অপশক্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে এই অপশক্তিকে রুখতে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, যারা কথায় কথায় সরকারের সমালোচনা করেন, আন্দোলনে ব্যর্থ হয়েছে তারাই গণতন্ত্রের সমালোচনা করে। কিন্তু শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদে আছে। চেতনা ও চিন্তায় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করতে হবে।

কৃষি অর্থনীতির মাধ্যমে বৈশ্বিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশের উত্তরণ সম্ভব বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

news24bd.tv/তৌহিদ