গাজায় মৃতের সংখ্যা ছাড়াল ৩৪ হাজার

ইরান ও ফিলিস্তিনের সমর্থনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলছে মিছিল-সমাবেশ।

গাজায় মৃতের সংখ্যা ছাড়াল ৩৪ হাজার

অনলাইন ডেস্ক

ইরানের কনস্যুলেটে হামলার বদলা হিসেবে ইসরাইলে হামলা চালায় ইরান। এর জবাবে দেশটির পারমাণবিক প্রকল্পের জন্য আলোচিত শহর ইসফাহানে হামলা চালিয়েছে ইসরাইল। এতে মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এরইমধ্যে গাজায় ইসরাইলের অভিযানে হতাহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আল-জাজিরা।

 গাজার স্বাস্থ্য মন্ত্রণালযয়েল বরাতে তারা জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৪২ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছে।

এদিকে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইসরাইলে হামলা চালিয়ে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা কুদস ব্রিগেড। হামলার কারণে গাজা স্ট্রিপের আশেপাশের দক্ষিণ ইসরাইলের এলাকায় বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।
 
তবে হামলায় ইসরাইলের পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানানো হয়নি।

 

news24bd.tv/aa