তীব্র গরমে সুপ্রিম কোর্টের নির্দেশনা

তীব্র গরমে সুপ্রিম কোর্টের নির্দেশনা

অনলাইন ডেস্ক

রাজশাহী, পাবনা, টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চাঁদপুর, মৌলভীবাজার, ঢাকা জেলাসহ রাজশাহী বিভাগের কিছু অংশ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। এর আগেই দেশব্যাপী হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আজ শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজ।

এদিকে তীব্র গরমের কারণে আইনজীবীদের নির্দেশনা দিলেন সুপ্রিম কোর্ট।

বলা  হয়েছে, তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলার শুনানিকালে আইনজীবীদের পোশাক পরিধানে শিথিলতা জারি করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলার শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হলো।

এ নির্দেশনা ২১ এপ্রিল (কাল রোববার) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে, গত ৪ এপ্রিল পৃথক এক বিজ্ঞপ্তি দিয়ে অধস্তন আদালতের আইনজীবী ও বিচারকদের কালো কোট ও গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়।

প্রসঙ্গত, এর আগে গত বছর একই কারণে ২০২৩ সালের ১৪ মে থেকে অক্টোবর পর্যন্ত পোশাকে শিথিলতা জারি করেছিল সুপ্রিমকোর্ট প্রশাসন। তবে এবার অত্যাধিক গরমের কারণে এপ্রিল মাসেই আইনজীবীদের পোশাকের শিথিলতার বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

news24bd.tv/তৌহিদ