গর্ভাবস্থায় মাইগ্রেন হলে

গর্ভাবস্থায় মাইগ্রেন হলে

ডা. মো. ফজলুল কবির পাভেলল

মাইগ্রেন খুবই পরিচিত একটি অসুখ। নারীদের মাইগ্রেন অনেক বেশি হয়। মাইগ্রেনে সাধারণত মাথার একদিকে প্রচন্ড ব্যথা হয়। এর সাথে বমি ভাব এবং বমি থাকে।

তীব্র আলোতে বা তীব্র শব্দে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। মাইগ্রেনের ব্যথা সাধারণত চার ঘণ্টা থেকে ৭২ ঘন্টা থাকে।

গর্ভাবস্থায় মাইগ্রেনের ব্যথা প্রথম তিন মাসে বাড়তে পারে। কেন প্রথম তিন মাসে ব্যথা বাড়ে তার কিছু কারণও পাওয়া গেছে।

এই সময় প্রতিটি গর্ভবতী নারী প্রচন্ড স্ট্রেস বা মানসিক চাপে থাকে। চাপ কিন্তু মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দেয়। গর্ভাবস্থায় অনেক সময় ঘুম ভালো মতো হয় না। এই কারণে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। এছাড়া কিছু খাবারের সাথে মাইগ্রেনের সম্পর্ক আছে যা গ্রহণ করলে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে।

গর্ভাবস্থায় প্রথম তিন মাসে মাইগ্রেনের ব্যথা বাড়ে। পরের দিকে এই ব্যথাগুলো কমে যায়। প্রথম দিকে কেন ব্যথা বাড়ে তার সাথে হরমোনের একটি সম্পর্ক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। গর্ভাবস্থায় মাইগ্রেনের ব্যাথা হলে কোন ওষুধ না খাওয়া শ্রেয়। কারণ প্রোফাইলেক্টিক হিসেবে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলো গর্ভাবস্থায় বেশিরভাগই অনিরাপদ।

গর্ভাবস্থায় যে কোন ওষুধ খেতে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। না হলে কিন্তু গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে। গর্ভাবস্থায় মাইগ্রেন খুব সাধারণ একটি ঘটনা। এরকম হলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে।

লেখক : মেডিকেল অফিসার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

news24bd.tv/health


 

এই রকম আরও টপিক