শেষ মুহূর্তে ইলন মাস্ক ভারত সফর বাতিল করলেন 

ইলন মাস্ক

শেষ মুহূর্তে ইলন মাস্ক ভারত সফর বাতিল করলেন 

অনলাইন ডেস্ক

টেসলার মালিক ইলন মাস্ক ভারতে তাঁর নির্ধারিত সফর স্থগিত করেছেন। টেসলার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ততা থাকায় সফর স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি। বলেছেন, চলতি বছরের শেষের দিকে তাঁর ভারত সফরে যাওয়ার সম্ভাবনা আছে।
ভারতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার দুই দিনের মাথায় আগামীকাল রোববার ( ২১ এপ্রিল ) ইলন মাস্কের ভারত সফরের কথা ছিল।

কিন্তু ১৯ এপ্রিল  সফর স্থগিত করার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন মাস্ক। লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত টেসলায় প্রচুর কাজ জমে থাকায় ভারত সফর পিছিয়ে দিতে হচ্ছে। কিন্তু চলতি বছরের শেষেই ভারতে যাওয়ার ইচ্ছা আছে। ’
রয়টার্সের প্রতিবেদন মতে , ভারত সফরে আসার পর মাস্ক দুই-তিন শ কোটি ডলার বিনিয়োগ করবেন বলে আশা করা হচ্ছিল।
বিশেষ করে ভারতে একটি কারখানা গড়ে তোলার জন্য এ বিনিয়োগ করবেন তিনি। কারণ, ভারত সরকার ঘোষিত এক নীতিমালায় বলা হয়েছে, কোম্পানিগুলো যদি স্থানীয়ভাবে বিনিয়োগ করে, তাহলে আমদানি করা গাড়ির ওপর শুল্ক হার কমিয়ে দেওয়া হবে।
 ইলন মাস্কে ভারতে আসার খবর প্রকাশ্যে আসার পরই জল্পনা শুরু হয়েছিল, ভারতে বড় বিনিয়োগ করতে পারেন ইলন টেসলা কর্তা। ভারতে টেসলার কারখানা খোলার জল্পনা দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। মাস্কের ভারত সফরের কথা প্রকাশ্যে আসার পরই সেই জল্পনায় আরও হাওয়া লাগে। সূত্রের খবর, ভারতে ২০০ থেকে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারেন ইলন মাস্ক। টেসলার পাশাপাশি ইলন মাস্কের আরেক সংস্থা স্টারলিঙ্কের জন্যও ২০০০ কোটির বিনিয়োগ ঘোষণা করতে পারেন।
অনেকেই মনে করছেন টেসলা সম্ভবত ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল দেখেই বিনিয়োগের কথা ভাববেন। যদিও ইলন মাস্ক  সফর বাতিল করায় বিজেপি শিবিরে একটু হতাশা দেখা দিয়েছে।  

news24bd.tv/ডিডি
 

এই রকম আরও টপিক