জাফরুল্লাহ চৌধুরী নতুন এক পৃথিবী দেখতে চেয়েছিলেন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাফরুল্লাহ চৌধুরী নতুন এক পৃথিবী দেখতে চেয়েছিলেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রয়াত জাফরুল্লাহ চৌধুরী নতুন এক পৃথিবী দেখতে চেয়েছিলেন, তাই তিনি দেশপ্রেমিকদের নিয়ে অনবরত সত্য ও ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করে গিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।

সরকারের দমন-পীড়নের ফলে বিরোধী দল হিসেবে বিএনপিকে ভয়াবহ দুঃসময় পাড় করতে হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক-অথনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদের আক্রমণ করছে। দানব কে সরানো যাচ্ছে না।

সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে।

ফখরুল আরও বলেন, দেশে ভয়াবহ দুঃশাসন চলছে। অবলিলায় বিরোধীদলীয় নেতাকর্মীদের গুম-খুন করা হচ্ছে। বিচার বিভাগকে দলীয়করন করা হয়েছে, অর্থনীতি ও রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র নেই। কে কি বললো সেদিকে না তাকিয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারের ভয়াবহ দুঃশাসন যে দাসানুদাসের পরিবেশ সৃষ্টি করেছে সেখান থেকে বের হয়ে আসতে হবে।

news24bd.tv/ab