গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।

গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

সাধারণ মানুষের সুবিধার্থে গ্রামেই চিকিৎসা সেবা নিশ্চিতের কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন। শনিবার (২০ এপ্রিল) দুপুরে সাভার সিআরপি নার্সিং কলেজের ভবন উদ্বোধনী আয়োজনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আরও ১ সপ্তাহ প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর সাথে আমার কথা হয়েছে।

বয়স্ক ও শিশুরা যেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হোন সেটি নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো আজকের ভেতরেই সব জায়গায় চলে যাবে। স্কুলও বন্ধ হয়ে যাবে।

এ সময় সাধারণ মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেয়ালে চ্যালেঞ্জ উল্লেখ করে গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি হেলথ কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিককে উন্নত করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিআরপি প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর, সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

news24bd.tv/ab