পশ্চিম তীরে ১০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল

সংগৃহীত ছবি

পশ্চিম তীরে ১০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

ইসরায়েলি সেনারা অধিকৃত পশ্চিম তীরের উত্তরে নুর শামস শরণার্থীশিবিরের আশপাশে চলমান অভিযানে ১০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে শনিবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনী এনকাউন্টারে ১০ জন ‘সন্ত্রাসীকে হত্যা’ করেছে। এ ছাড়া অভিযানে আট সেনা ও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

এদিকে তুলকারেমের কাছের একজন এএফপি সাংবাদিক শনিবার নূর শামসের কাছ থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এএফপির সঙ্গে যোগাযোগ করা বাসিন্দারা বলেছেন, শিবিরে বিদ্যুৎবিভ্রাট এবং খাবারের অভাব ছিল। সেখানে কাউকে প্রবেশ বা বের হতে দেওয়া হয়নি।

গণমাধ্যমটির তথ্য অনুসারে, গত বছরের শুরু থেকে পশ্চিম তীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

ইসরায়েল ১৯৬৭ সাল থেকে অঞ্চলটি দখল করে আছে। ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে সহিংসতা আরো বেড়েছে।
ইসরায়েলি বাহিনী বলেছে, পশ্চিম তীরে তাদের ঘন ঘন অভিযান ফিলিস্তিনি যোদ্ধাদের লক্ষ্য করে। তবে বেসামরিক ব্যক্তিরা এ সব অভিযানে প্রায়ই নিহত হয়।

ফিলিস্তিনি সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে প্রায় ৪৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

news24bd.tv/DHL