এই গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা হবে ১৭,৫০০ মেগাওয়াট: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এই গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা হবে ১৭,৫০০ মেগাওয়াট: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

এবারের গরমে বিদ্যুতের চাহিদা ১৭ হাজার ৫০০ মেগাওয়াট পর্যন্ত হতে পাড়ে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার (২০ এপ্রিল) আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, চাহিদা ক্রমাগত বাড়তে থাকলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে সমন্বয়ের পাশাপাশি অভ্যন্তরীণ ত্রুটিসমূহকে অগ্রাধিকার ভিত্তিতে নিরসন করা হচ্ছে।

এছাড়া, বিদ্যুৎকেন্দ্রে প্রাথমিক জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এবারের গরমে বিদ্যুতের চাহিদা পূরণ করতে সবধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। তবে অর্থের চ্যালেঞ্জটা রয়ে গেছে। আশা করছি এটিরও সমাধান হবে।

এ সময় প্রতিমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়ে কোথাও সঞ্চালন বা বিতরণ ব্যবস্থায় সমস্যা থাকলে দ্রুত কর্তৃপক্ষকে সেটি জানানোর নির্দেশ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম গাউছ মহীউদ্দিন আহমেদ, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদ একরাম উল্লা ও এটুআই (এসপায়ার টু ইনোভেট) কার্যক্রমের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী উপস্থিত ছিলেন।

news24bd.tv/ab