ইরাকে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে বিষ্ফোরনে নিহত ১, আহত ৮

সংগৃহীত ছবি

ইরাকে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে বিষ্ফোরনে নিহত ১, আহত ৮

অনলাইন ডেস্ক

ইরাকে সক্রিয় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের ঘাঁটিতে এক বিষ্ফোরনে অন্তত একজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সশস্ত্র গোষ্ঠীটির দেয়া তথ্যমতে, শুক্রবার (১৯ এপ্রিল) রাতের এ হামলায় রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বাবিল (ব্যাবিলন) প্রদেশের কালসু সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ও ছবিতে এক বিকট বিস্ফোরন হতে দেখা যায়, যার ফলে ঘাঁটি সংলগ্ন গাছপালায় আগুন ধরে যায়।

শনিবার (২০ এপ্রিল) সকালে ঘাঁটির ভেতর থেকে তোলা ছবিতে এক বিরাট গর্ত দেখা যায় এবং অবকাঠামো ও যানবাহনকে ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়।

এক বিবৃতিতে হামলার জন্য মার্কিন আগ্রাসনকে দায়ী করেছে পিএমএফ।

শনিবার ইরাকের সামরিক বাহিনী জানায়, হামলার আগে বা পরে বাবিলের আকাশসীমায় কোনো ড্রোন বা যুদ্ধবিমান শনাক্ত করা যায়নি।

এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছে মার্কিন সরকার।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

হামলার ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে ইরাক সরকার। শনিবার বিকেল পর্যন্ত কেউই হামলার দায় স্বীকার করেনি।

পিএমএফের ঘাঁটিটি ইরাকি পুলিশ ও সামরিক বাহিনীও ব্যবহার করে থাকে।

আল জাজিরার সাংবাদিক ঘাঁটিতে প্রবেশ করতে চাইলে তাকে ফিরিয়ে দেয়া হয় এবং আহতদের কাছে তাকে পৌঁছাতে দেয়া হয়নি।

বাগদাদ থেকে আল জাজিরার মাহমুদ আবদেলওয়াহেদ জানান, পিএমএফ ইরাকের নিরাপত্তা বাহিনীর একটি অংশ। তারা ঘটনাটিকে নির্বিচার হামলা বলে উল্লেখ করেছে।

আহতদের মধ্যে পিএমএফের সদস্য, ইরাকের সামরিক বাহিনীর সৈন্য এবং বেসামরিক ব্যক্তিরা রয়েছেন বলে জানান মাহমুদ।

মাহমুদ আরও জানান, কালসু ঘাঁটিটি যুক্তরাষ্ট্র কর্তৃক ইরাক অভিযানের সময় মার্কিন সৈন্যদের নিয়ন্ত্রণে ছিল। ২০১১ সালে একে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ফিরিয়ে দেয়া হয়। এখানে একটি গোলাবারুদের ডিপো এবং ট্যাংক ও অন্যান্য অস্ত্রের মজুদ রয়েছে।

হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও তারা এখনও এ ব্যাপারে কিছু জানায়নি।  

news24bd.tv/ab

এই রকম আরও টপিক