১৫০ বছর পর চুরি করা স্বর্ণ-রুপার প্রত্নতত্ত্ব ফিরিয়ে দিল যুক্তরাজ্য

আসান্ত সাম্রাজ্যের কিছু প্রাচীন নিদর্শন। ছবি: সংগৃহীত

১৫০ বছর পর চুরি করা স্বর্ণ-রুপার প্রত্নতত্ত্ব ফিরিয়ে দিল যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

আফ্রিকার দেশ ঘানার কাছ থেকে ৩২টি সোনা ও রুপার শিল্পকর্ম চুরি করার দেড়শ বছর পর ফেরত দিয়েছে যুক্তরাজ্য। তবে এসব জিনিসপত্র মাত্র ছয় বছরের জন্য ধার হিসেবে দেশটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত ১৫টি এবং দ্য ভিক্টোরিয়া এন্ড আলবার্ট মিউজিয়ামে সংরক্ষিত ১৭টি অলঙ্কার ১৯ শতকের দিকে আসান্তে এবং ব্রিটিশের মধ্যে সংঘর্ষ বাঁধলে আসান্তের রাজদরবার থেকে এসব অলঙ্কার চুরি করে নিয়ে যায় ব্রিটিশরা।

ঘানার কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে এসব অলঙ্কার লুটের অভিযোগ করে আসছিল।  

শুক্রবার (১৯ এপ্রিল) এসব স্বর্ণালঙ্কার ঘানার বর্তমান রাজার কাছে হস্তান্তর করা হয়। তার প্রধান মধ্যস্ততাকারী আইভর আগিয়েমান-ডুয়াহ বিবিসিকে বলেন, নিরাপদভাবেই এসব অলঙ্কার আমরা গ্রহণ করেছি।  

আধুনিককালের ঘানা আগে আসান্ত সাম্রাজ্যের অধীনে ছিল।

এই রাজবংশ ১৭০১ থেকে ১৯০১ পর্যন্ত দেশটি শাসন করেছে। উনিশ শতকে ব্রিটেন ও আসান্ত সাম্রাজ্যের মধ্যে প্রবল সংঘর্ষের সময়ে আসান্তের রাজদরবার থেকে এসব জিনিস লুট করেছিল ব্রিটিশ সেনারা।

news24bd.tv/DHL