মস্কো উৎসবে মুগ্ধতা ছড়ালেন বাংলাদেশের প্রিয়াম-আসিফ 

মস্কো উৎসবে মুগ্ধতা ছড়ালেন বাংলাদেশের প্রিয়াম-আসিফ 

অনলাইন ডেস্ক

৪৬তম মস্কো আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে শুক্রবার (১৯ এপ্রিল)। এবারের আসরে প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে বাংলাদেশের ছবি ‘নির্বাণ’।  ‘নির্বাণ’ ছবিটির পরিচালক আসিফ ইসলাম।

এ উপলক্ষে পরিচালক আসিফ ইসলাম, ছবির অভিনয়শিল্পী প্রিয়াম অর্চি এখন মস্কোয়।

তারা হাঁটেন উদ্বোধনী আয়োজনের গুরুত্বপূর্ণ ইভেন্ট রেড কার্পেটেও।

লাল গালিচায় তারা সিক্ত হন উপস্থিত দর্শনার্থী ও সাংবাদিকদের ভালোবাসায়। এসময় অভিনেত্রী প্রিয়াম অর্চির পরণে ছিল দেশি পোশাক শাড়ী। আর পরিচালক আসিফ ইসলাম পরেছিলেন কালো সুট প্যান্ট।

 

লাল গালিচায় হাঁটার অভিজ্ঞতার কথা জানিয়ে পরিচালক আসিফ ইসলাম বলেন, ‘এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। বাংলাদেশ কে নিয়ে এতবড় উৎসবে আসতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। শুধু তাই নয়, আমাদের ছবি নির্বাণ এত বড় বড় দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতায় লড়বে এটাও আনন্দের। ’

আরও পড়ুন: মস্কো উৎসবে বাংলাদেশের ‘নির্বাণ’

প্রিয়াম অর্চি বলেন, 'শাড়ি পরার কারনে সবার সেন্টার অফ এটেনশন হয়ে গেছিলাম! এসে কথা বলছিল, প্রশংসা করছিল, ছবি তুলছিল। তবে সবাই প্রথমে ভারতীয় ভাবছিল, পুরো সন্ধ্যা এটা কারেক্ট করতে করতে চলে গেলো। আর ঠান্ডা অনেক! সাথে বৃষ্টিও। এমন আয়োজনে উপস্থিত থাকতে পেরে আনন্দিত আমি। '

জানা যায়, আগামী ২২ এপ্রিল উৎসবে প্রদর্শিত হবে ছবিটি।

news24bd.tv/TR      

সম্পর্কিত খবর