ঈদে ফাঁকা বাসায় চুরি করতে জামিনে বের হয় তারা

ঈদে ফাঁকা বাসায় চুরি করতে জামিনে বের হয় তারা

নিজস্ব প্রতিবেদক

চুরি করতেই ঈদের আগে জামিনে বের হয় একটি চক্রের সদস্যরা। মামলার তদন্ত করে গিয়ে এমনই এক চোর চক্রের সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ডিএমপির লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মাহাবুব উজ জামান সংবাদ সম্মেলনে জানান, ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে ওঠে চোর চক্র। মহানগরীর বাসিন্দারা আপনজনের সাথে ঈদ করতে গ্রামে যান।

এসময় পেশাদার চোর চক্র সক্রিয় হয়ে ওঠে।

তিনি জানান, ঈদের সময় ফাঁকা বাসায় চুরি করে তারা। তারা রেকি করে চুরি করে। আবার তাদের মূল টার্গেট থাকে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল এবং ল্যাপটপ।

চকবাজার থানার ইসলামবাগে রাতভর অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের এমন সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজনের বিরুদ্ধে ৪৭টি মামলা আছে।

পুলিশ আরও জানায়, চুরি করার পর তাঁতিবাজারে গিয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছে নিয়ে গিয়ে বিক্রি করে তারা। সেই ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক