বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন

সংগৃহীত ছবি

বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমে প্রকাশিত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন করেছেন সংসদ সদস্য সায়েদুল হক সুমন। রোববার দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দরখাস্ত জমা দেন তিনি।

এসময় তিনি বলেন, 'বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ' শিরোনামে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশের পর কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও দুদকের পক্ষ থেকে তা অনুসন্ধানে কোন পদক্ষেপ নেয়া হয়নি। বাধ্য হয়ে তাই দুদকে তিনি এই আবেদন করেছেন।

তবে দুর্নীতি দমন কমিশন যদি এরপরও বেনজীর আহমেদের সম্পদের বিষয়ে অনুসন্ধানে কোন পদক্ষেপ না নেয় তবে বিষয়টি হাইকোর্টের নজরে আনবেন বলে জানান সুমন।

তিনি আরও জানান, সাবেক একজন আইজিপির বিপুল পরিমাণ সম্পদের সঠিক অনুসন্ধান না হলে তা পুলিশের অন্য সদস্যদেরও প্রভাবিত করবে।

এদিকে চিঠির বিষয়টি খতিয়ে দেখে দুদক যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক