সৌদি আরবে হু হু করে বাড়ছে সিনেমা হল

সৌদি আরবে হু হু করে বাড়ছে সিনেমা হল

অনলাইন ডেস্ক

সৌদি আরবে হু হু করে বাড়ছে সিনেমা হলের সংখ্যা। দেশটিতে বন্ধ হওয়া সিনেমা হল চালুর বছর ২০১৮ সাল থেকে এ প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে ৬৬টি। সিনেমা হল খুলে দেওয়ার ৬ বছর পূর্তি উদযাপন করেছে দেশটি।

সৌদির সংবাদমাধ্যমের সূত্রমতে, ‘বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে ৬৬টি। এসব হলে রয়েছে ৬১৮টি পর্দা। ২২টি শহরজুড়ে থাকা এসব সিনেমা হলে ৬৩ হাজার ৩০০ আসন সংখ্যা রয়েছে। যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

গত ছয় বছরে সৌদিতে প্রায় ১ হাজার ৯০০ সিনেমা প্রদর্শিত হয়েছে। যার মধ্যে ৪৫টি সৌদির নিজস্ব। এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে ৩ দশমিক ৭ বিলিয়ন রিয়াল। শুধু গত বছর দেশটিতে ১৬ হাজার ৬০০ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে।

সিনেমা প্রদর্শনীর পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসবও আয়োজন করছে সৌদি। গত সপ্তাহে দেশটিতে গালফ সিনেফা উৎসব হয়।

আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে সৌদি।

সূত্র: গালফ নিউজ

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক