শান্তিপূর্ণভাবে মালদ্বীপের সংসদ নির্বাচনের ভোট গ্রহণ

শান্তিপূর্ণভাবে মালদ্বীপের সংসদ নির্বাচনের ভোট গ্রহণ

এমরান তালুকদার, মালদ্বীপ 

শান্তিপূর্ণ পরিবেশে মালদ্বীপের জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এখন পযন্ত কোন অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। ২০২৪ সালের সংসদীয় নির্বাচনের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

এবারের ভোটেরের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার।

নির্বাচন মনিটরিং সেল ২৬৩টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করছে।  
মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মোহাম্মদ মুইজ্জু সকালে তার নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রে জাতীয় সংসদীয় নির্বাচনে তার ভোট দিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ লাটিফ তার স্ত্রী সহকারে ভোট দেন। ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ তার নির্বাচনী এলাকার আমেনিয়া স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেন।
 

মালদ্বীপে এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৯৩টি আসনে ৩৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস- নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এবং মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টিসহ প্রধান প্রধান চছয়টি রাজনৈতিক দল ও  স্বতন্ত্র দলের প্রার্থীরা অংশগ্রহণ করছেন।

news24bd.tv/TR