তীব্র দাবদাহের পর সিলেটে স্বস্তির বৃষ্টি

সংগৃহীত ছবি

তীব্র দাবদাহের পর সিলেটে স্বস্তির বৃষ্টি

অনলাইন ডেস্ক

গরমে দিনভর হাঁসফাঁসের পর স্বস্তির বৃষ্টির দেখা পেল সিলেটবাসী। আজ রোববার (২১ এপ্রিল) বিকেল চারটায় শুরু হয় এই বৃষ্টি। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সেই বৃষ্টি কখনও মুষলধারে, কখনো আবার গুড়ি গুড়ি আকারে ঝরেছে। সঙ্গে ছিল শীতল বাতাস।

দিনভর প্রখর রোদ আর গরমের পর এই বৃষ্টিতে স্বস্তি ফেরে সবার মধ্যে। অনেককেই দেখা গেছে বৃষ্টিতে ভিজতে।

তীব্র গরমের পর এক পসলা বৃষ্টিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় অনেকেই। সিংহভাগের মতামত, এই বৃষ্টিতে সামান্য হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন তারা।

এদিকে, সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এসময় তিনি আরও জানান, সিলেটে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক