রাফায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২২

রাফায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২২

দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ১৮ শিশু রয়েছে বলে জানা গেছে। রোববার (২১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করে।

ইসরায়েলি বাহিনী শনিবারও (২০ এপ্রিল) রাফাহ শহরে হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম।

গাজা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেই হামলায় ১৮ জন শিশুসহ ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় এক ব্যক্তি, তার স্ত্রী এবং তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, ইসরায়েলি বোমা হামলায় একজন গর্ভবতী আহত হয়।

ওই নারীকে বাঁচানো না গেলেও নবজাতককে রক্ষা করতে পেরেছে চিকিৎসকরা। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অঞ্চলে হামাসের নেতারা রয়েছে। এছাড়াও ১৩৩ ইসরায়েলি বন্দিও রয়েছে।

আরও পড়ুন: গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

উল্লেখ্য, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে মুখে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে।  

news24bd.tv/SC