চলমান তাপপ্রবাহ থাকবে আরও ৭২ ঘণ্টা

চলমান তাপপ্রবাহ থাকবে আরও ৭২ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে তীব্র তাপপ্রবাহ আরও ৭২ ঘণ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপদাহে হিট স্ট্রোক প্রতিরোধে বাইরে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন করে এ হিট ‌অ্যালার্টের কথা জানানো হয়। এছাড়া পরবর্তী ২৪ ঘণ্টায় পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে।

রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

গত ২০ এপ্রিল সারাদেশে হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়, গত শুক্রবার শুরু হওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

শুধু তাই নয়, তাপমাত্রা আরও বাড়তে পারে। পাশাপাশি জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক