হাথুরুসিংহের সাথে বৈঠক করবে নির্বাচক কমিটি

হাথুরুসিংহের সাথে বৈঠক করবে নির্বাচক কমিটি

অনলাইন ডেস্ক

অবশেষে বাংলাদেশ দলে ফেরা-না ফেরা নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল রাতে বাংলাদেশে ফিরেছেন টাইগার কোচ হাথুরুসিংহে। তবে দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সাথে খুব একটা কথা বলেননি তিনি। এমনকি বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে বোর্ডের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন না।

সোমবার (২২ এপ্রিল) বিসিবির নির্বাচকদের সাথে মিটিং করার কথা রয়েছে তার।

আগামী ২৮ এপ্রিল পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। যদিও সেই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবির নির্বাচকরা। এদিকে ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ মে বিশ্বকাপে দল ঘোষণার শেষ সময়।

উল্লেখ্য, পূর্বেও বেশ কয়েকবার হাথুরুসিংহের বাংলাদেশ দলে থাকা-না থাকা নিয়ে গুঞ্জন ওঠে। যদিও বিষয়টি নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা।

আরও পড়ুন: আর বাংলাদেশে ফিরতে চান না হাথুরুসিংহে

কিছুদিন আগে নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক খুদে বার্তায় আর কখনো বাংলাদেশে আসতে চান না বলে জানিয়েছিলেন হাথুরুসিংহে। বিষয়টি নিয়ে তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়াই জানায়নি বিসিবি।

news24bd.tv/SC