বৃত্তির টাকা নিয়ে প্রতারণা, চক্রের হোতাসহ গ্রেপ্তার ৮

প্রতীকী ছবি

বৃত্তির টাকা নিয়ে প্রতারণা, চক্রের হোতাসহ গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক

সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি ও শিক্ষাবৃত্তির তথ্য সংগ্রহ করতো একটি চক্র। পরে বিভিন্ন প্রলোভনে টাকা দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং থেকে অর্থ হাতিয়ে নিতো তারা। এমন প্রতারক চক্রের মূলহোতাসহ আট সদস্যকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে র‍্যাব।

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা ও ফরিদপুর থেকে র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন ধারাবাহিক অভিযান চালিয়ে এই  আটজনকে গ্রেপ্তার করে।

সোমবার (২২ এপ্রিল) কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস এসব তথ্য জানান।

মুনীম বলেন, ৩ শতাধিক সিম উদ্ধার করা হয়েছে যা প্রতারণার কাজে ব্যবহার করা হতো। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য নিয়ে চক্রের সদস্যরা একেক জন একেক কাজ করতো। এছাড়া চক্রের সাথে জড়িত রয়েছে সারা দেশের দুই হাজার জনবল।

তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারণার মাধ্যমে।

news24bd.tv/ab