কানাডায় বাংলাদেশের ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

কানাডায় বাংলাদেশের ছাত্র রাজনীতি শীর্ষক এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

কানাডায় বাংলাদেশের ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

কানাডা প্রতিনিধি

কানাডার টরোন্টোর বাংলা টাউনে পিডিআই কানাডা কর্তৃক ‘বাংলাদেশের ছাত্র রাজনীতি, প্রসঙ্গ বুয়েট’ শীর্ষক এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পিডিআই নেতা বিদ্যুৎ রঞ্জন দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির জামান রাজু’র সঞ্চালনায় এই আলোচনায় বুয়েট অ্যালামনাই, কানাডার নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতৃবৃন্দ সহ কমিউনিটির বিশিষ্ট নাগরিকরা অংশ নেন। সভায় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকার শিল্পী শিব নারায়ণ দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে সম্মান জানানো হয়।

সভায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন কানাডার পক্ষে সভাপতি সহিদ উদ্দিন তার বক্তব্যে বুয়েটের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর নিরাপত্তা সুনিশ্চিত এবং একটি উন্নয়নগামী, স্থিতিশীল ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহবান জানান।

তিনি আশা করেন, বুয়েট প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের সাথে সক্রিয় ও গঠনমূলক আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

পিডিআইয়ের সাধারণ সম্পাদক  এবং ডাকসুর সাবেক নেতা নাসির উদ দুজা বলেন, ছাত্র রাজনীতি সন্ত্রাসী এবং পেশীশক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ছাত্র রাজনীতি ছাত্রদের নিজস্ব দাবি দাওয়া, শিক্ষার অধিকার এবং দেশের স্বার্থ নিয়ে কথা বলার পরিবর্তে রাজনৈতিক দলগুলির লেজুড়বৃত্তি করছে। এ সময় তিনি সৃজনশীল ছাত্র আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন।

সাংবাদিক সওগত আলী সাগর জোর দিয়ে বলেন, যা কিছু করা হোক না কেন তা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে এবং অবশ্যই তাদের মতামতকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।

সভায় আরও আলোচনা করেন বুয়েটের সাবেক ছাত্র নুরুজ্জামান, মনিশ পাল, শামীমুল ইসলাম, শুভ্র চক্রবর্তী, স্বপন বিশ্বাস ও ইউসুফ তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আজফর সৈয়দ ফেরদৌস, ড.মাহবুব আলম বাদল, রওশান জাহান উর্মি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ মোর্শেদ, কবি রেজা অনিরুদ্ধ, সাংবাদিক কামরান করিম এবং কমিউনিটি নেতা আলী হায়দার বাবু।

news24bd.tv/ab